মুসলমানদের বিরুদ্ধে জোর-জবরদস্তী বন্ধ না করলে ভারতকে চরম মূল্য দিতে হবে : খেলাফত মজলিস

আরএসএস’র শাখা বজরং দল ও ধর্মজাগরণ সমন্বয় বিভাগ কর্তৃক সম্প্রতি টাকার লোভ দেখিয়ে অনুষ্ঠানে নিয়ে জোর করে ভারতের ৩০০ মুসলমান নর-নারীকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভারতে জোর করে মুসলমানদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা আজ গভীরভাবে উদ্বিগ্ন। এটা মুসলমানদের ঈমানের উপর আঘাত। এ ঘটনা প্রমাণ করে ভারতে মুসলমানরা চরমভাবে জুলুম-নির্যাতন ও বৈষম্যের শিকার। মুসলমানদের বিরুদ্ধে এহেন হটকারীতা, জোর-জবরদস্তী ও জুলুম-নির্যাতন বন্ধ না করলে ভারত সরকারকে চরম মূল্য দিতে হবে। মনে রাখতে হবে বিশ্বের ২’শ কোটি মুসলমান এক দেহের ন্যায়। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন একজন মুসলমানদের উপর অন্যায়ভাবে আঘাত করা মানেই সারা দনিয়ার মুসলমানদের উপর আঘাত।
বিবৃতিতে নেতৃদ্বয় ভারতে সম্প্রতি ৩০০ মুসলমান নর-নারীকে জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার ঘটনার সাথে জড়িত আরএসএস’র শাখা বজরং দল ও ধর্মজাগরণ সমন্বয় বিভাগের বিরুদ্ধে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। তা না হলে সারা বিশ্বের মুসলমানরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এমন পদক্ষেপ গ্রহণ করবে যে আর কেউ মুসলমানদের ঈমানের উপর আঘাত করার সাহস পাবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button