৫ জানুয়ারি শুরু বিপিএল

BPLআগামী ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আসরে প্রতিটি দল দেশি-বিদেশি মিলিয়ে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে।
২০১৭ সালে অনুষ্ঠিত বিপিএলের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল রংপুর রাইডার্স।
২০১২ সালে অনুষ্ঠিত হয় বিপিএলের প্রথম আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটরস। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছিল ঢাকা গ্লাডিয়েটরস। ২০১৫ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৬ সালে অনুষ্ঠিত বিপিএলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস।
বিপিএলে এখন পর্যন্ত যে পাঁচটি আসর অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে চারবারই অধিনায়ক হিসাবে শিরোপা জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের আসরে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা।
গত আসরে সাতটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button