১১৪টি আসন পর্যবেক্ষণ করা হবে: ব্রিটিশ হাইকমিশনার

যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় পাঁচ হাজার দেশিয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

বৃহস্পতিবার দুপুরে সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এবং বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। বার্তাসংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

অ্যালিসন ব্লেইক বলেন, ‘আমি, আমার মিনিস্টাররা এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্রগুলো চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকল দলের সক্রিয় অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে সবকটি দল স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে, তাদের সমর্থকরা প্রকাশ্যে চলাচল করতে পারে এবং ভোটাররা ভোট দিতে পারেন।’

ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারছেন কি না।’

ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, ‘যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় পাঁচ হাজার দেশিয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের বন্ধু হিসেবে এটা গুরুত্বপূর্ণ কারণ আমরা চাই সম্ভাব্য সেই নির্বাচন প্রক্রিয়া যেখানে বাংলাদেশের মানুষ কোনো ধরনের হস্তক্ষেপ, সহিংসতা এবং বাধা ছাড়া ভোট দিতে পারে।’ তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হিসেবে আমি খুব সামান্যই দেখতে পারি, কিন্তু এত সংখ্যক পর্যবেক্ষকরা কী ঘটছে তা দেখতে পারবে এবং তা জনগণকে জানাতে পারবে যে সঠিক নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে কি না।’

অ্যালিসন ব্লেইক বলেন, ‘নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button