ইইউ’র লাখো কূটনৈতিক বার্তা হ্যাকড

ইউরোপীয় ইউনিয়নের স্পর্শকাতর হাজার হাজার কূটনৈতিক বার্তা হ্যাকিংয়ের শিকার হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো আভাষ দিচ্ছে, চীনা হ্যাকাররাই এ কাজ করেছে। বুধবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিশ্বজুড়ে ইইউ’র কূটনৈতিক মিশনের এসব বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীন, রাশিয়া ও ইরান নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে।

সাইবার নিরাপত্তা ফার্ম এরিয়া ওয়ান এই ফাঁসের তথ্য আবিস্কার করে। এর আগে ২০১০ সালে উইকিলিকস মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রচুর তথ্য ফাঁস করে। সর্বশেষ এই ফাঁসের ঘটনা যেন সকলকে সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছে।

মস্কোয় ইইউ’র কূটনৈতিক মিশনের এক বার্তায় গত জুলাইয়ে হেলসেংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বৈঠককে সফল হিসেবে বর্ণনা করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস বলছে, এরিয়া ওয়ানের মতে হ্যাকারদের কলা কৌশলের সঙ্গে চীনের এলিট সামরিক ইউনিটের মিল রয়েছে।

ফাঁস হওয়া অধিকাংশ তথ্যই বিশ্বজুড়ে মিশনগুলোর পাঠানো সাপ্তাহিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বিশ্ব নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের আলোচনার বিস্তারিত বিবরণ রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button