গরু এবার ‘জাতির জননী’!

জনক তো ছিলই। এ বার কি জাতির জননী পেতে চলেছে দেশ! হিমাচল প্রদেশ বিধানসভা গরুকে ‘রাষ্ট্রমাতা (জাতির জননী)’ করার প্রস্তাব পাশ করেছে। গত সেপ্টেম্বরে এই দাবিতে প্রথম সোচার হয়েছিল বিজেপি শাসিত উত্তরাখণ্ড। তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়ক। এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচলপ্রদেশ বিধানসভা। কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং-এর কথায়, ‘কোনও ধর্ম-বর্ণ-জাতির গণ্ডীর মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতোমধ্যেই এই পদক্ষেপ করেছে। গরু যখন দুধ দেয় না, তখন তার কোনও জায়গা হয় না। তাই এই পদক্ষেপ অবিলম্বে করা দরকার।’ গরুর উপর অত্যাচার ও গণপিটুনি রুখতে রাজ্যে নয়া আইন আনা প্রয়োজন বলেও তদ্বির করেন কংগ্রেস বিধায়ক।
রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার জানিয়েছেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে। সোলান ও কাংরায় হছে এই সংরক্ষণ কেন্দ্র। শুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গরু মন্ত্রণালয়েরও দাবি করেছেন বিধায়করা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button