স্বচ্ছ নির্বাচনের আহ্বান ইইউভূক্ত ১০ রাষ্ট্রদূত’র

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিখাদ, বিশ্বাসযোগ্য, অন্তর্ভূক্তি এবং স্বচ্ছভাবে অনুষ্ঠানের জন্য সরকার, নির্বাচন কমিশন (ইসি) এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
আজ সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকার ইইউ মিশন থেকে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানানো হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ঢাকা মিশনের ১০ জন রাষ্ট্রদূত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।
বার্তায় বলা হয়, ‘আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই নির্বাচন যাতে নিখাদ, বিশ্বাসযোগ্য, অন্তর্ভূক্তি এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, এ জন্য সরকার, নির্বাচন কমিশন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি।’

বার্তায় আরও বলা হয়, ‘ইইউর সবগুলো মিশন প্রধানেরা সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে যে, ভোট উৎসবে জণগনের অধিকার যেন অক্ষুন্ন থাকে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার রক্ষার বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশন যে অঙ্গীকার করেছে, তা রক্ষা করবে বলে আশা করছি।’
সবগুলো রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, ‘সবগুলো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘণ করবে না এবং সহিংসতা প্রতিরোধে তাদের অঙ্গীকার রক্ষা করবে। আইনশৃঙ্খলা বাহিনীও আইনের ব্যতয় ঘটাবে না বলে বিশ্বাস করি।’

গণমাধ্যম এবং সুশীল সমাজ সম্পর্কে বলা হয়েছে, ‘গণমাধ্যম এবং সুশীল সমাজের সমালোচনা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। কেননা অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’
ইইউ’র যে ১০ রাষ্ট্রদূত বিবৃতিতে স্বাক্ষর করেছেন তারা হলেন- ইইউ রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক, ব্রিটিশ হাইকমিশনার এলিনসন ব্লেক, স্পেনের রাষ্ট্রদূত ডি এলভারো ডি সালাস গ্লিমেন্জ ডি আজকারেট, সুইডেনের রাষ্ট্রদূত ক্যারটা সিলটার, ফ্রান্সের রাষ্ট্রদূত মারিয়া-এনিক বরডিন, জার্মানীর রাষ্ট্রদূত পিটার ফারেনহলজ, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্তেরাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত সাইডেল ব্লিনকেল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টেইন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button