নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না হেফাজত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ‘কাউকে নির্বাচন করার জন্য আমি অনুমতি দিইনি। কাউকে নির্দেশও দিইনি। যারা আমার কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচন কিংবা মনোনয়ন নেওয়ার কথা প্রচার করছে, তারা সম্পূর্ণ মিথ্যাচার করছে।’

হেফাজতের সমর্থন নিয়ে বিভিন্নজনের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আল্লামা আহমদ শফী বলেন, ‘আমার কাছে কেউ অনুমতি নেওয়ার জন্য আসেনি। আমার সঙ্গে এ ব্যাপারে কারও কোনো কথাও হয়নি। সুতরাং যারা হেফাজতের নামে কিংবা আমার দোয়া নিয়ে বা আমার অনুমতি নিয়ে নির্বাচনে নেমেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যাচার এবং ভ্রান্ত কথা।’

তিনি বলেন, ‘আমি আগেও বলে এসেছি এবং এখনও বলছি, হেফাজতে ইসলাম কখনও নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। বিষয়টি অনেকবার বলা হয়েছে।’ এসব বিষয়ে হেফাজতকে না জড়াতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি।

নিজেদের নেতাকর্মীদের উদ্দেশে হেফাজতের আমির বলেন, ‘হেফাজতের সঙ্গে সম্পৃক্ত কেউ নির্বাচন করলে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের কোনো যোগসূত্র নেই।’

কাউকে হেফাজতে ইসলামের নাম ভাঙিয়ে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য হেফাজত নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button