উপজেলায় রাপান্তরিত হওয়ায় প্রবাসী ওসমানীনগরবাসীর আনন্দ সভা

Osmaninogorহযরত শাহজালাল (রহ:) এর পূর্ণ স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সিলেটের ওসমানীনগরকে উপজেলায় রুপান্তরিত করায় আনন্দ উৎসব পালন করেছেন যুক্তরাজ্য প্রবাসী ওসমানীনগর উপজেলাবাসী। ১৫জুন রোববার পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত আনন্দ সভায় বক্তারা বলেন, ওসমানীনগর থানা বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত উপজেলা ঘোষনা করে সরকার ওসমানীনগরবাসীকে যে সম্মান প্রদর্শন করেছে সেজন্য প্রবাসীদের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বক্তারা বলেন, ওসমানীনগর থানাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জনপদ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, মানবসেবা সহ ঐতিহ্যের সকল ক্ষেত্রেই ঐ থানাটির মানুষ বাংলাদেশ সহ বহি:বির্শ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই থানাকে প্রশাসনিক উপজেলায় রূপান্তরিত করায় এ অঞ্চলের মানুষের একটি বিশাল স্বপ্নের পূর্ণতা অর্জিত হলো। বক্তারা নবগঠিত ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
বিশিষ্ট সমাজসেবী প্রবাসী ওসমানীনগর উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত আনন্দ সভা উদযাপন কমিটির চেয়ার আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সচিব শিক্ষাবিদ অধ্যাপক মাসুদ আহমদের পরিচালনায় আনন্দ সভায় কো চেয়ার এর দায়িত্ব পালন করেন সমাজসেবী মো: আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন, প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল জলিল, লিয়াকত আলী, আব্দুল জলিল চৌধুরী প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতি ও এডুকেশন ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ট্রাষ্ট্রের বর্তমান চেয়ারম্যান আনহার মিয়া, কমিউনিটি বক্তিত্ব ওসমান গনি, মতিউর রহমান, শাহপরান মসজিদ ট্রাষ্ট্রের চেয়ারম্যান হাজী আব্দুর রব, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দাল হোসেন চৌধুরী, ট্রাষ্ট্রের সেক্রেটারী রবিন পাল, সমাজসেবী মানিক খান, নেছার আলী সমছু, সমিতির সাবেক সেক্রেটারী আব্দুল বশির, ট্রাষ্ট্রের সাবেক ট্রেজারার তোফায়েল আহমদ তোফা, ট্রাষ্ট্রের ট্রেজারার আবুল কালাম শেখ, মুশাহিদ আলী, মো: আয়াছ, শাহ মালিক মর্তুজা, জামাল আহমদ খান, হিরন আলী, রুহেল আলী, শাহ মিনার আলী, মামুন কবির চৌধুরী, ফয়জুর রহমান, আখতার হোসেন গনি, সাজ্জাদ মিয়া, সুন্দর আলী প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button