বিস্ময়কর বিমানবন্দর

airportপর্যটনের নতুন দিগন্ত ছোঁয়ার আশায় সিচুয়ান প্রদেশে আকাশ ছোঁয়া বিমানবন্দর তৈরি করল চিন। গার্জিতে অবস্থিত এই দাওচেং ইয়াডিং বিমানবন্দর সমুদ্র পৃষ্ঠ থেকে ৪,৩৩৪ মিটার উঁচু যা পৃথিবীতে উচ্চতম। সুত্র- জি নিউজ
১৪,৪৭২ ফুট উঁচু এই বিমানবন্দর তৈরি করতে ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এই বিমানবন্দরের মাধ্যমে ২,৮০,০০০ যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন। তাছাড়া এই বিমানবন্দর সারা পৃথিবীর কাছে খুলে দিল ইয়াডিংয়ের অপরূপ প্রকৃতির দরজা।
চেংদু থেকে মঙ্গলবারই দাওচেং ইয়াডিংয়ের উদ্দেশ্যে প্রথম বিমান ছাড়ল। আগে চেংদু থেকে ইয়াডিং যেতে সময় লাগত দু’দিন। কিন্তু এখন লাগবে মাত্র ৬৫ মিনিটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button