লন্ডন ফ্যাশন উইকের প্রথম বাংলাদেশি পুরুষ মডেল রমজান মিয়া

প্রথম বৃটিশ বাংলাদেশি পুরুষ হিসেবে লন্ডন ফ্যাশন উইকের মডেল হয়েছেন রমজান মিয়া। ২৫ বছর বয়স্ক প্রতিভাবান রমজান সম্প্রতি একটি ফটোশুট সম্পন্ন করেছেন। একইসঙ্গে তিনি সেপ্টেম্বরে লন্ডন ফ্যাশন উইকের হয়ে ক্যাটওয়াক করেছেন।

রমজান আশা করছেন, তিনি যেখান থেকেই উঠে আসুক না কেনো তার যাত্রার শুরুটা সবাইকে দেখিয়ে দেবে তিনি কতটা স্বতন্ত্র।

রমজানের বয়স যখন ১৭ বছর তখনই তার মডেলিং জীবনের শুরু। ২২ বছর বয়সে তিনি কাজ শুরু করেছেন নরউইচ ফ্যাশন উইক দিয়ে। তিন মাস আগে তিনি একটি ফ্যাশন এজেন্সিতে যোগ দিয়েছেন। তার এজেন্টই তাকে লন্ডন ফ্যাশন উইকে যেতে উৎসাহিত করেছে। রমজান বলেন, এটি আমার জন্য অভাবনীয় একটি মুহুর্ত। আমি অনুভব করি মিডিয়াতে যথেষ্ট বাংলাদেশি মডেল নেই। আমি এ অবস্থা পরিবর্তন করতে চাই। তিনি আরো বলেন, লন্ডন ফ্যাশন উইক হচ্ছে বৈচিত্রতা ও সংস্কৃতির মহা প্রদর্শনের জন্য একটি বিশাল সুযোগ।

ফ্যাশনের পাশাপাশি তিনি এখন অভিনয়ও করছেন। তার অভিনিত ফিচার ফিল্ম ‘দা রকেটম্যান’ মুক্তি পাবে ২০১৯ সালে। দিনি ডিজনির আলোচিত ‘আলাদিন’ মুভিতেও অভিনয় করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button