ব্রাজিলের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকান্ড

ব্রাজিলের রিওডি জানিরোতে জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এটি দেশটির অন্যতম প্রাচীন জাদুঘর। কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, গ্রিনিচ মান সময় ২২৩০ টায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ব্রাজিলের বিভিন্ন টেলিভিশনে অগ্নিকান্ডের ছবি প্রকাশ করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে আগুনের শিখা আকাশের অনেক উপরে উঠে গেছে।

১৮১৮ সালে রাজা ষষ্ঠ জোয়াও জাদুঘরটি নির্মাণ করেন। এটি ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর। এর ভেতর অনেক মূল্যবান সম্পদ আছে।

রিও ডি জেনিরোতে অবস্থিত এই জাদুঘরে রয়েছে ২ কোটিরও বেশি সামগ্রির সংগ্রহ। এটিই দেশটিতে সবচেয়ে বেশি বয়সী জাতীয় বিজ্ঞান বিষয়ক জাদুঘর। এটি এক সময় পর্তুগিজ রাজপরিবারে বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রেসিডেন্ট মিশেল টিমার এক বিবৃতিতে বলেন, ‘আজ ব্রাজিলের জন্য অত্যন্ত দুঃখের দিন।’

তিনি আরো বলেন, জাদুঘরটিতে আগুন লাগায় ‘দুই শত বছরের কর্ম, গবেষণা ও জ্ঞানের ভান্ডার হারিয়ে গেল।’

ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামের পরিচালক গ্লোবো টিভিতে বলেন, ‘এটি একটি সংস্কৃতিক বিয়োগান্তক ঘটনা।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button