বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য : রুশনারা আলী

Rushnara Aliবাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ জন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে সমঝোতায় আসতে হবে। আর এর মাধ্যমেই সুন্দর পরিবেশে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুশনারা। সোমবার সন্ধ্যায় নগরীর হোটেল রোজ ভিউ-এ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিলেটের কৃতী সন্তান রুশনারা আলী বলেন, নির্বাচন বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ। সামনের সময়টুকু দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
সামনে বাংলাদেশের জন্য কঠিন মুহূর্ত আসছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দলের সমঝোতার মাধ্যমেই নির্বাচন হোক- এটাই যুক্তরাজ্য চায়।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল হোসেন, আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজান আজিজ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button