সুরমা নদীর উপর নির্মিত আল্লামা মুশাহিদ (রহ.) সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামাল উদ্দিন, কানাইঘাট (সিলেট) থেকে: কানাইঘাট ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর ১০লক্ষাধিক মানুষের শত বছরের লালিত স্বপ্ন কানাইঘাট সদরে সুরমা নদীর উপর সেঁতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বছরখানেক আগে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেতুটি ২৯৩.৯২ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার প্রস্ত এ সেতু নির্মানের জন্য ২০০৫ অর্থ বছরে দরপত্র আহবান করা হয়। সেতু নির্মাণ ব্যয় ২৪ কোটি ২৪ লক্ষ ৭৯ হাজার ৩শত ১৮ টাকা ১৭ পয়সা ধার্য্য করে ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারী সুরমা নদীর উপর জিয়াউর রহমান সেতু নাম দিয়ে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সেতু সম্পন্ন হওয়ার মেয়াদ ২০০৯ সালের ৮ফেব্রুয়ারী পর্যন্ত নির্ধারিত থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান দফায় দফায় মেয়াদ বাড়িয়ে ২০১২ সালের প্রথম দিকে নির্মাণ কাজ সম্পন্ন করেন। নির্মাণ কাজ শেষ থেকেই শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতুটি উদ্বোধন করা হবে। তখন উদ্বোধনী উৎসবে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে এলাকায় আনন্দের বাঁধ ভাঙা জোয়ার নেমে এসেছিল। প্রধানমন্ত্রী ঠিকই উদ্বোধন করছেন সেই কাংখিত সেতুটি পার্শ্ববর্তী উপজেলা গোলাপগঞ্জের এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের মাঠ থেকে। এর ফলে এলাকার মানুষের কিছুটা আশার প্রতিফলন ঘটলেও প্রধানমন্ত্রীর ছোয়া পাওয়া থেকে বঞ্চিত রয়ে গেল এ অঞ্চলের মানুষ। তারপরও সচেতনমহল মনে করছেন প্রধানমন্ত্রীর এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের বাকি সময়ের মধ্যে এ অঞ্চলের অনেক উন্নয়ন সাধিত হবে। এ সেতুটি গত চারদলীয় জোট সরকারের তৎকালীন অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও আব্দুল মান্নান ভূঁইয়ার সদয়ে ২০০৫ সালে ২০ ফ্রেব্রুয়ারী তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সুরমা নদীর উপর ‘জিয়াউর রহমান সেতু’ নামকরণ করে সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। তখন এলাকাবাসীর দাবী ছিল সেতুটির সাথে সাথে শাহবাগ-কানাইঘাট-দরবস্ত রাস্তা ও শাহবাগ-গাছবাড়ী-সিলেট রাস্তাটি প্রশস্তকরণ। কিন্তু সেতুটি নির্মাণ হলেও রাস্তাগুলো প্রশস্থকরণের আলোর মুখ দেখেনি দীর্ঘ আট বছরেও। প্রধানমন্ত্রী এ সেতুটি উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের আশা খুব দ্রুত সময়ে রাস্তাগুলো প্রশস্তকরণ ও সংস্কারকাজ সম্পন্ন হবে। গত ২৪ জুন তারিখে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সুপারিশ ও ১৮ আগস্ট তারিখের জেলা পরিষদের সুপারিশ এবং স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের ১১ সেপ্টেম্বর তারিখে আধা সরকারী পরিপত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার স্মারক নং- ১০২২, ১৫/০৯/২০১৩ইং মূলে সেতুটির নাম আল্লামা মুশাহিদ (রহ.) সেতু নামকরন করা হয়েছে। তাই কাল জিয়া সেতুর পরিবর্তে আল্লামা মুশাহিদ (রহ.) সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সাথে একান্তভাবে কথা বলেছি এবং কানাইঘাট-জকিগঞ্জবাসীর দাবীর কথা বলেছি। তিনি এ অঞ্চলের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমাকে আশ্বস্ত করেছেন কোন এক সময় তিনি কানাইঘাটে আসবেন এবং এ অঞ্চলের মানুষের কথা শুনবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button