ব্রিটেনের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি

ইউরোপে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

Hot Weatherসমগ্র ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, বেলজিয়াম, লাটভিয়ার মত দেশগুলোতে প্রচন্ড তাপমাত্রা দেখা দিচ্ছে। বিশেষ এ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে দেশগুলোর সরকার বারবিকিউয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
যুক্তরাজ্যের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি দেশটির সংবাদমাধ্যমগুলো শুক্রবারকে ‘অগ্নিদাহ শুক্রবার’ বলেও ঘোষণা দিয়েছে। বুহস্পতিবার দেশটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়। ফ্রান্সে দেশটির সরকার অগ্নি নির্বাপক যন্ত্রের অপ্রতুলতার কারণে বিভিন্ন অঞ্চলকেও চিহ্নিত করেছে। শুক্রবার জার্মানিতে ৩৯ ডিগ্রি সেরসিয়াস তাপমাত্রা দেখা যায়। দক্ষিণ-পশ্চিম বার্লিনে সারাদিন ধরে দাবানল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে দেশটির দমকল বাহিনী।
সুইজারল্যান্ড সরকার দেশটির দক্ষিণাংশে তীব্র দাবদাহের জন্য সতর্কতা জারি করেছে। এছাড়াও নেদারল্যান্ডসে ২৫ জুলাই পর্যন্ত বিশাল বনজ এলাকার ১হাজারের বেশি স্থানে আগুন লাগে। বৃহস্পতিবার দেশটিতে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। অন্য দিকে, সউডেনের ১৭টি বনে দাবানল দেখা গিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ৩৪.৬ পর্য›ত তাপমাত্রা ছিল। দেমটির আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশেই বারবিকিউয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমগুলোতে গ্রিসের দাবানলের বিষয়টি অন্যতম আলোচনার বিষয়। তীব্রদাবদাহে দেশটি ৮২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button