আশরাফের সাথে ফখরুলের সিক্রেট বৈঠক হচ্ছে : অর্থমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সাথে ‘অত্যন্ত গোপন’ আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, আশরাফুল ও ফখরুলের সাথে ‘ভেরি সিক্রেট মিটিং’ হচ্ছে। আশা করা যায় এখানে কিছু একটি হতে পারে।
বুধবার সন্ধ্যায় সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হরতাল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুচলেকা দিয়ে হরতাল ঘোষণা করতে হবে। অবরোধ ও হরতাল এগুলো এখন আর প্রতিবাদের ভাষা নয়। এগুলো সন্ত্রাসের ভাষা। আগামীতে যে সরকারই আসুক এগুলো একেবারে নিষিদ্ধ করা দরকার। তিনি বলেন, আমি তো হরতাল নিষিদ্ধ করার প্রস্তাব দেবো। নতুবা যারা হরতাল ঘোষণা করবেন তাদের এই মুচলেকা দিতে হবে যে, হরতালে কোনো হত্যা হবে না, ভোর ৬টা থেকে হরতাল শুরুর কথা থাকলে ওই সময়েই শুরু হবে, আগের দিন রাতে শুরু হবে না। ‘আপনারা বিরোধী দলে এলে হরতাল-অবরোধ করবেন না’ জানতে চাইলে তিনি বলেন, সহিংস হরতাল হলে তা নিষিদ্ধ হওয়া উচিত। হরতাল হতে হবে শান্তিপূর্ণ। সরকার ও বিরোধীদলের মধ্যকার সংলাপের বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, দুই দলের মহাসচিব পর্যায়ে যে আলোচনা চলছে সেটা রিয়েলি সিক্রেট। আমরাও এ বিষয়ে তেমন কিছু জানি না। সুতরাং এ ব্যাপারে মন্তব্য করার কোনো সুযোগ নেই। ‘মহাসচিব পর্যায়ের এ আলোচনার মাধ্যমে ইতিবাচক কিছু হবে কি-না কিংবা কতদিন লাগতে পারে’ এসব প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজী হননি অর্থমন্ত্রী। বিএনপি নির্বাচনে এলে আবার নির্বচনী তফসিল ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনারের এ ধরনের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। এটা তাদের এখতিয়ার। এদিকে, বুধবারের ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে এক লাখ টন করে দুই লাখ টন গ্রানুলার ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাবসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button