ছাত্রলীগের অস্ত্রধারী ওই ২ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে হামলাকারী নাসিম আহমেদ ওরফে সেতু ও শামসুজ্জামান ওরফে ইমনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। নাসিম আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শামসুজ্জামান সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক জরুরি সিদ্ধান্তে তাদের বহিষ্কার করেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে এবং সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা রোববার দফায় দফায় হামলা চালিয়েছে। প্রথমে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে চড়াও হয়।
পরে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ও ছররা গুলি ছোড়ে। এ সময় ছাত্রলীগ কর্মীরাও গুলি করে বলে অভিযোগ রয়েছে। এতে পাঁচ সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button