ডি.লিট ডিগ্রি নিলেন শেখ হাসিনা

hasinaপশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে এ ডিগ্রি দেওয়া হয়।
শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় তার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে এ ডিগ্রি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন চক্রবর্তী শেখ হাসিনাকে ডি. লিট দেওয়ার ঘোষণা দেন।
বিশেষ সমাবর্তন ও ডি.লিট প্রদান অনুষ্ঠানে পশ্চিমবাংলা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রতিনিধি যোগ দিয়েছেন।
শনিবার সকালে কলকাতা থেকে বিমানে রওনা হয়ে দুর্গাপুর থেকে সড়কপথে দুপুরে আসানসোনে নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে ভিসি তাকে স্বাগত জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে শুক্রবার কলকাতা গেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button