বিমানে ৬০ শিশু অসুস্থ

হিথ্রো বিমানবন্দরে হুলস্থূল কাণ্ড

UKবিমানে ৬০ শিশু অসুস্থ হয়ে পড়ায় সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। বিমানটি রানওয়েতে অবতরণ করার সঙ্গে সঙ্গে তার চারপাশে এসে জড়ো হয় আটটি এম্বুলেন্স। এগুলোতে অসুস্থ শিশুদের নিয়ে উচ্চঃস্বরে সাইরেন বাজিয়ে ছুটে চলে হাসপাতালের পথে। লন্ডন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে অসুস্থদের। তাছাড়া বিমানে থাকা অবস্থায় তারা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে বিমানেই তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিমানটি হিথ্রোর মাটি স্পর্শ করা মাত্র সেখানে এম্বুলেন্স গিয়ে হাজির হয়। হাজির হয় ইমার্জেন্সি সংকেত দেয়া একটি মোটর সাইকেল। পশ্চিম লন্ডনের হিলিংটন হাসপাতালে ভর্তি করা হয় ১১টি শিশুকে। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অসুস্থ ওই শিশুরা দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে কনসার্টে পারফরম করে দেশে ফিরছিল। দুবাই থেকে তাদের বহনকারী বিমানটি হিথ্রোর উদ্দেশে উড্ডয়নের পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। কি কারণে এমনটা হয়েছে তা কেউ বলতে পারছে না। তাদেরকে বহন করছিল এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩৮০।
শিশুদের দল নেতা বেট ডেভিস বলেছেন, শনিবার রাতে তারা কেপ টাউনে পারফরম করেছে। এর পরদিন রাতেই আবার বিমানে যাত্রা দীর্ঘ পথ যাত্রা। এতে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। লন্ডন এম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, তারা স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে প্রথম খবর পান যে হিথ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটের শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলেন, মোট ৬০টি শিশু এমনভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button