রাজনৈতিক কারণেই হামলা হয়েছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক কারণেই এ হামলা চালানো হয়েছে। চোরাগোপ্তা হামলা যতই চালোনো হোক না কেন, সন্ত্রাসী গোষ্ঠীকে দমানোর জন্য যে নীতি সরকার নিয়েছে তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী খুবই সক্রিয়। তাদের দোষররাই লন্ডনে আমার উপর হামলা করেছে। তিনি বলেন, আমার উপরে হামলা মানেই গণমাধ্যমের উপর হামলা। হামলার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিক এসে ব্যবস্থা নেওয়ায় লন্ডন পুলিশের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। সংলাপ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্য সংলাপের দরজা খোলা আছে। তবে সংলাপ হবে এবিষয়ে যে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনীর কার কী কর্তৃত্ব থাকবে তা নিয়ে।



