রেডব্রিজ বৈশাখী মেলা ১৫ এপ্রিল

প্রতিবছরের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে রেডব্রিজ বৈশাখী মেলা। ১৫ এপ্রিল ২০১৮ রবিবার, ২ বৈশাখ অনুষ্ঠিতব্য রেডব্রিজ বৈশাখী মেলায় এবারেও রয়েছে বাংলাদেশী কৃষ্টি সংস্কৃতির ভিন্ন ভিন্ন আয়োজন। সম্পূর্ণ বাঙালীয়ানা র‌্যালী, গান, নাচ, ছোট ছেলে মেয়েদের চিত্রাংকন প্রতিযোগিতা, বাংলাদেশী পিঠা এবং বিভিন্ন ধরনের স্টল সহ অনেক কিছু। স্থানীয় পার্লামেন্ট মেম্বার, কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন রেডব্রিজ বৈশাখী মেলা ২০১৮ আয়োজক কমিটি। আয়োজক কমিটির সদস্যরা হলেন- চেয়ারপার্সন শাম ইসলাম, ইভেন্ট সমন্বয়ক জ্যোৎ¯œা ইসলাম, ভাইস চেয়ার-জাহাঙ্গীর খান, জেনারেল সেক্রেটারী ফজলুল চৌধুরী, ট্রেজারার শেখ নুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, মিডিয়া সেক্রেটারী মাইলিন মলি, ডাইরেক্ট লুনা সাবিরা, ডাইরেক্টর জুনারা ইসলাম। রেডব্রিজ বৈশাখী মেলার উপদেষ্টাবৃন্দ হলেন স্বাধীন খসরু, শামীমা বেগম মিতা, হেলেন ইসলাম, শামশিয়া আলী (প্রেজেন্টার), জয় (প্রেজেন্টার), নাজাতুন ইসলাম, সায়েদা চৌধুরী, আনওয়ার খান, শাহিনুর হোসাইন প্রমুখ।
রেডব্রিজ বৈশাখী মেলা এবারের আরো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হবে বলে আয়োজক কমিটি আশাবাদী। তারা কমিউনিটির সবাইকে এই রবিবারে দিনব্যাপী পূর্ব লন্ডনে (মেফেয়ার ভেন্যু ১০৭৮-১০৮২ হাই রোড, রোমফোর্ড এসেক্স আরএম৬ ৪বিডি) অনুষ্ঠিতব্য রেডব্রিজ বৈশাখী মেলা উপস্থিত থেকে বাঙালীর এই মিলন উৎসব সফল করার জন্য আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button