প্রিন্স জর্জের সাথে শিশুদের ‘প্লে ডেট’

Princeবাবা-মায়ের সাথে প্রথম রাজকীয় সফরে আসতেই সবার নজর কেড়েছে প্রিন্স জর্জ। করবেই বা না কেন? ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরি সে। রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেটের একমাত্র সন্তান। তার সাথে খেলার সুযোগ পাওয়াও যে সৌভাগ্যের ব্যাপার। সেই সুযোগই পেয়েছে এবার ১০টি পরিবার। আর এ প্লে ডেটের আয়োজন করেছে রয়েল নিউজিল্যান্ড প্লাঙ্কেট সোসাইটি।
Prince2যে শিশুদের জন্ম প্রিন্স জর্জের জন্ম দিনে অর্থাৎ ২২ এপ্রিল শুধু তাদের থেকেই এ ১০ জনকে বাছাই করা হয়েছে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সরকারি বাসভববে বাবা-মায়ের সাথে বসেই অন্য শিশুদের সাথে খেলছিল প্রিন্স জর্জ। কিন্তু সব সাথীদের চোখ তার দিকে থাকলেও তার মনোযোগ ছিল তার মায়ের দিকেই। বারবারই মায়ের এলোমেলো চুলগুলো নিয়ে খেলতে ব্যস্ত ছিল সে। কখনও মায়ের চুলে হাত বুলাচ্ছিল, আর কখনও সেগুলো গুছিয়ে দেয়ার চেষ্টা করছিল। এ সবের মাঝে বাবা উইলিয়াম অভিবাবকদের সাথে কথা বার্তা বলছিলেন। আর কেট ব্যস্ত ছিল খেলার সাথীদের সাথে জর্জের খেলায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button