তামাবিল সিলেট মহাসড়কে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত ৩ আহত১

Sylhetমোঃ করিম মাহমুদ লিমন গোয়াইনঘাট: সিলেট-তামাবিল মহা সড়কের গোয়াইনঘাট উপজেলার তামাবিলে ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত ও একজন আহত হয়েছে। প্রতক্ষ্যধর্শী সূত্রে জানাযায় শনিবার বিকাল ৪ টায় জাফলং থেকে সিলেট মূখী সিএনজি সিলেট থ ১২-০০৩৮ তামাবিল পয়েন্টে আসা মাত্র সিলেট মূখী কয়লা বোযাই ট্রাক ঢাকা মেট্র-৯৬৮৪ দাক্কা দিলে সিএনজি আরোহী ৩জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে সিলেটের বটেশ্বর এলাকার কাপড় ব্যবসায়ী ফরিদ মিয়া (৫৫), বি-বাড়িয়ার মনির হোসেন (৫০) ও সিএনজি চালক সদর উপজেলার মির হুসেন(৩০)। আহত উজ্জল (৩২)বি-বাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানাযায়। স্থানীয়রা জানান, বন বিভাগ ও সওজএর অবহেলার কারনে সিলেটের তামাবিলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কারন হিসেবে প্রশ্ন করলে একাদিক ব্যাক্তি এই প্রতিনিধির কাছে বলেন সওজ ও বনবিভাগের জায়গা দখল করে অবৈধ ভাবে ডাম্পিং ইয়ার্ড তৈরির ফলে রাস্তায় গাড়ি ধাড় করিয়ে লোড আনলোড করার কারনে দুর্ঘটনার কবলে পড়ে প্রান হানী ঘটে।  দ্রুত এই অবৈধ ডাম্পিং ইয়ার্ড উচ্ছেদের দাবি জানান এলাকা বাসি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button