ফেঞ্চুগঞ্জে দেড় কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে আমি আমত্মরিক। সিলেট-৩ নির্বাচনী এলাকায় জনগণের কাঙ্খিত উন্নয়ন অতীতের চেয়ে কয়েকগুণ বেশি হয়েছে। ইনশাআল্লাহ বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই অবশিষ্ট উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমত্মরিক ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন প্রকল্প যথাসময় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দুর রে শাওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শহীদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই খসরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, শিক্ষানুরাগী জুবেদ আহমদ চৌধুরী শিপু, আওয়ামী লীগ নেতা মিসবাহ আহমদ চৌধুরী, জয়নাল আবেদীন খান, জাহিদুল ইসলাম সুনাম, আব্দুল মালিক শায়েস্তা, বিশিষ্ট মুরববী মনহর আলী, কৃষকলীগ নেতা আবু মিয়া, লোকমান আহমদ, শামসুদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী মাহতাব মিয়া, আব্দুল কাইয়ূম, খসরম্ন মিয়া, মানিকুজ্জামান, লোকামন আহমদ, নুরুল ইসলাম পংকী, চাকন মিয়া, সাবেক মেম্বার সৈয়দ লিয়াকত আলী, নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশফাকুল ইসলাম সাবিবর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসার আহমদ শাহ, নাসির উদ্দিন রিজু, জুবের আহমদ, মিসলু আহমদ, আকতার হোসেন, ইচন মিয়া, ওয়াহিদ জয়নুল, মেরাব হোসেন প্রমুখ। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৪ লাখ টাকা ব্যায়ে ছত্তিশ কমিউনিটি ক্লিনিক, ২১ লাখ টাকা ব্যায়ে নির্মিত চম্পাকুড়ি খালের উপর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আছকর আলী সেতু, ৩০ লাখ টাকা ব্যায়ে কেএম টিলা সড়ক, ১৬ লাখ টাকা ব্যায়ে গোলাপঘাট জামে মসজিদ – শরীফগঞ্জ জামে মসজিদ সড়ক, ৩৯ লাখ টাকা ব্যায়ে বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কাজ, ২৮ লাখ টাকা ব্যায়ে শাহ সৈয়দ আলী মাজার – শাহমাল ঠাকুর মাজার সড়ক, ১৬ লাখ টাকা ব্যায়ে ইলাশপুর – পূর্ব ইলাশপুর সড়ক উদ্বোধন করেন। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী রাজনপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মকবুল আলীর নামে একটি রাসত্মার নামফলক উদ্বোধন করেন। সন্ধ্যায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।-বিজ্ঞপ্তি