রংপুর সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির জয়

mustafaরংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ভোটের হিসেবে দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। আর তৃতীয় অবস্থানে বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাউসার জামান বাবলা।
নির্বাচন কমিশন জানিয়েছে, রংপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯ শ’ ৯৪। ১৯৩টি কেন্দ্রে তারা ভোট দিয়েছেন। এবার ৭৩ দশমিক ৩০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে বিজয়ী  জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছে- ১৬০৪৮৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা পায় ৬২৪০০ভোট, বিএনপির ধানের শীষের প্রাপ্ত ভোটের সংখ্যা-৩৫১৩৬ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীক ২৪০০৬  ভোট পায়। বিজয়ী লাঙ্গলের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার ভোটের পার্থক্য প্রায় এক লাখ। এদিকে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী।
এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণের সময় বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। তবে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা লক্ষ করা গেছে বিভিন্ন ভোট কেন্দ্রে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button