বিজিতের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাৎ মামলা

bijitসিলেটের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরীর বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। একই সঙ্গে হুমকির অভিযোগে আরো একটি মামলা করা হয়। গতকাল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দুটি মামলা করা হয়। মামলার আসামি বিজিত চৌধুরী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। মামলার বাদী নগরীর মিরাবাজারের মেসার্স সিটি ফার্নিচার’র স্বত্বাধিকারী রাঙ্গা সিংহ ও তার স্বামী নগেন্দ্র চন্দ্র বর্মণ।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজ উদ্দিন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ‘২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাদীদ্বয়ের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাঁদা হিসেবে নেন। এ ছাড়া তারাপুরের ভূমি জোরপূর্বক বিক্রির টাকাসহ ৪ কোটি টাকা আত্মসাৎ করেন বিজিত চৌধুরী। তিনি কখনো মন্ত্রীদের বন্ধু, কখনো পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদা আদায় করেন। পাওনা টাকার বিপরীতে বাদীকে চেকও দেন বিজিত। কিন্তু ব্যাংকে টাকা তুলতে গেলে চেক ফেরত আসে।’
মামলা সম্পর্কে বিজিত চৌধুরী গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, মামলার বাদী নগেন্দ্র চন্দ্র বর্মণ একটা সময় আমার কর্মচারী ছিল। সে কোনো একটি কুচক্রি মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করেছে। -মানবজমিন

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button