স্বাধীনতা ঘোষণা করল কাতালোনিয়া

kataluniaভেঙেই যাচ্ছে স্পেন৷ আশঙ্কা সত্যি করেই স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার কথা ঘোষণা করল কাতালোনিয়া প্রদেশ৷ শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী কাতালোনিয়ার স্বশাসন অধিকার কেড়ে নেওয়ার জন্য জাতীয় সংসদে ভাষণ দেন৷ এরপরই কাতালোনিয়া প্রাদেশিক আইনসভা স্বাধীনতা ঘোষণা করে দিল৷ আগেই তারা জানিয়েছিল, স্পেন যদি সংবিধানের বলে কোনওরকম জোর খাটায় তারা বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা করে দেবে৷
শুক্রবার অঙ্গরাজ্য কাতালোনিয়ার স্বাধীনতার দাবি উড়িয়ে সেখানকার প্রাদেশিক আইনসভা বিলোপ করার পক্ষেই সওয়াল করলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়৷ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, অবিলম্বে কাতালোনিয়ার প্রাদেশিক সরকার ভেঙে দেওয়া হবে৷  কাতালোনিয়ায় পুরোপুরি কর্তৃত্ব জারি করতে সংবিধানের ১৫৫ নম্বর ধারা জারি করা হচ্ছে। এই ধারা অনুযায়ী সেখানে সরাসরি কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা হবে৷ এরকম হলেই আলোচনার পথ ছেড়ে স্বাধীনতার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কাতালোনিয়া৷ প্রাদেশিক সরকারের প্রধান কার্লোস পুজদেমন আগেই একথা জানিয়েছিলেন৷
পার্লামেন্টে স্পেনের প্রধানমন্ত্রীর ভাষণের পরই ফের তপ্ত হয় কাতালোনিয়া৷ রাজধানী বার্সেলোনা থেকে পাঠানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট এরকমই৷
ইস্যু কাতালোনিয়ার স্বাধীনতা৷ সেই দাবিতে সম্প্রতি বারে বারে সংবাদ শিরোনামে এসেছে স্পেন৷ যদিও কাতালানদের স্বাধীনতার দাবিকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে দেখে স্পেন সরকার৷ স্বাধীনতা ইস্যুতে সম্প্রতি কাতালান সরকার গণভোটে অংশ নেয়৷ সেই ভোটকে অবৈধ বলে জানায় স্পেন সরকার৷ গণভোটে স্বাধীনতার পক্ষে বিপুল সমর্থন পড়েছিল৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button