৯নভেম্বর ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র ১০ম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান

whoswhoবর্ণাঢ্য আয়োজনে ১০ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। প্রতিবারের মতো ৯ই নভেম্বর বৃহস্পতিবার নর্থ লন্ডনের প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্রান্ড হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হুজহু‘র এবারের দশম অনুষ্ঠান। এ উপলক্ষ্যে গত ২৪ অক্টোবর পূর্ব লন্ডনের হলিডে ইন হোটেলে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশম প্রকাশনা অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন, হুজহু সম্পাদক তরুণ ব্যারিস্টার শাহাদত করিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রত্যেক প্রকাশনার মতো এবারও নতুনত্ব আনার চেষ্টা করা হয়। হুজহু‘র ২০১৭ সালের এই প্রকাশনায়ও স্থান পেয়েছে, রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং আর্ট কালচার, স্পোর্টসসহ নানা ক্যাটাগরিতে সফল বৃটিশ বাংলাদেশীরা।
whoswho2তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু‘র এটি ধারাবাহিক দশম প্রয়াস। প্রকাশনার দীর্ঘ দশ বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয় বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান  ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
সংবাদ সম্মেলনে বৃটিশ বাংলাদেশী হুজহু‘র প্রধান সম্পাদক আব্দুল করিম গনি বলেন, হুজহু‘র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে বৃটেনের মূলধারায় নিয়ে এসেছেন তাদের ঘাম ঝড়ানোর গল্প লিপিবদ্ধ করে আসছি ধারাবাহিকভাবে। তিনি বলেন, এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে হাই প্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রান্ডের ম্যানেজিং ডাইরেক্টর নিকিতা মুলচান্দানী, চ্যানেল এস এর প্রধান নির্বাহী তাজ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, ওনলি রেড ম্যানেজিং ডিরেক্টর হেমা প্যাটাল, ইস্টার্ণ প্রাইড এর পরিচালক মোহাম্মদ মাজহার আলী, জেএমজি কার্গোর চেয়ারম্যান মনির আহমদ, মাহবুব এন্ড কোং এর ম্যানেজিং ডিরেক্টর মাহবুব মোর্শেদ, জেনারেল অটোর মনির আলী, ইউনিসফ্ট টেকনোলজি এর ইমদাদুল হক টিপু, ইমপ্রেস মিডিয়ার স্বত্তাধিকারী কয়েছ উদ্দিন ও মোহাম্মদ আলী, এপেক্স একাউন্টেন্সি কামরু আলী, ব্লুস্টোন ফাইন্যান্স ম্যানেজিং ডিরেক্টর আবদুল মালিক, শাহ গ্লোবাল এর ম্যানেজিং ডিরেক্টর সানাম মিয়া, কেয়ারওয়ার্ল্ড লিমিটেড এর এমডি আইয়ুব খান,কেনযা ক্রিয়েশন শেবুল, বিডিজিএল ম্যানেজিং ডিরেক্টর সেলিম চৌধুরী, নাদিয়া আলী, ছায়েদ আলতাফ সহ বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হুজহু টিম মেম্বার ব্যারিষ্টার আনোয়ার বাবুল মিয়া, আহাদ আহমদ, সুহানা আহমেদ, ফারুক মিয়া এমবিই, সেলিম রহমান,সাজিয়া আফরিন চৌধুরী, শাকিল ইসহাক, প্রমুখ।
বৃটিশ বাংলাদেশী হুজহু‘র সম্পাদক শাহাদত করিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলা মিডিয়ার সকল টিভি ও সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট, সুরমা গ্রুপ, বাংলা পোস্ট, ওনলি রেড, ইস্টার্ণ প্রাইড, ইমপ্রেস মিডিয়া, ইউকেবিডিনিউজ। চ্যারিটি পার্টনার জাস্ট স্মাইল  ।
whoswho3এছাড়া আরো সহযোগিতায় রয়েছে – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জেএমজি এয়ার কার্গো, এপেক্স একাউন্টেন্সি, মাহবুব এন্ড কো, ব্লুস্টোন ফাইন্যান্স, শাহ গ্লোবাল, কেনযা ক্রিয়েশন, বিডিজিএল, ইউকে জুয়েলার্স গ্রুপ, জেনারেল অটো, ইউরেশিয়া ফুড সার্ভিস, হোসাইন ট্রেভেলস, লন্ডন টি এক্সেঞ্জ, তাজ স্টোর, মোহাম্মদ শাহ এন্ড কো, পর্টম্যান স্টেইট এজেন্ট,  আল আমিন ট্রাভেলস, কেয়ারওয়ার্ল্ড লিমিটেড, লিটলস্টোন কাউন সলিসিটর, রোজ ভিউ হোটেল, ইউনিসফ্ট টেকনোলজি, ব্লুস্টোন ফাইন্যান্স, আল কিবলা হজ্ব এন্ড ওমরা ট্রাভেলস এন্ড ট্যুরস, কুশিয়ারা ফাইন্যান্সিয়াল সার্ভিস, খান এসোসিয়েটস, প্রিন্ট আর্ট ফর ইউ, লন্ডন টাইগার, প্রবাসী পল্লী, আলম এন্ড কো, এনসিএল ট্যুরস, হোম ওয়ারেন্টি, এইচআরএন হকস্টন, আরিফ এন্ড কো একাউন্টে, মায়া এন্ড কো সলিসিটর, এক্সেল প্রপার্টি লিমিটেড, নাগা কিং, এভুয়ারি সলিসিটর, সিটিগেইট একাউন্টেন্সি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button