চেয়ারম্যান মনির, তহুর আলী সেক্রেটারী এবং শামীম আহমেদ ট্রেজারার

নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসার যুক্তরাজ্য কমিটি গঠন

nazirbazarদ্বীন ইসলামের আলোকিত শিক্ষাই পারে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করে দিতে। তাই ইসলামের সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে সমাজ ও দেশ পরিচালনার জন্য তৈরী করতে হবে।
সিলেট জেলার বিশ্বনাথ-দক্ষিণ সুরমা -ওসমানী নগর উপজেলার সংযোগস্থল নাজির বাজারে অবস্থিত ‘নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসা’র যুক্তরাজ্য কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।
বক্তারা বলেন, সমাজে সুবিধা বঞ্চিত মানুষ যারা তাদের জন্য আমাদের সাহায্যের হাত যেন মুক্তহস্তে প্রসারিত হয়। আজ যারা অর্থের অভাবে শিক্ষার আলো থেকে  বঞ্চিত হচ্ছে তারা যদি আমাদের সহায়তায় দ্বীনের আলোয় আলোকিত হয়, তারা যদি সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেদের তৈরী করতে পারে তবে আল্লাহ আমাদেরকে এর প্রতিদান প্রদান করবেন। বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সমাজের বিত্তশালীদের মুক্তহস্তে এগিয়ে আসার আহবান জানান।
মাদ্রাসার যুক্তরাজ্য কমিটির চেয়ারম্যান মনির আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলাম নজু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মুশাহিদ হোসাইন, কমিটির ট্রেজারার মোহাম্মদ তহুর আলী, কমিউনিটি নেতা শহীদ আলী, আব্দুল কাদির, এম এ আলী, সমাজসেবী এনামুল হক, আবুল কালাম, নাসির উদ্দিন খান, ইলিয়াস আলী, ওবায়দুর রহমান জুহেদ, এনাম চৌধুরী, মুশাহিদ আলী ও সুরত আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এবং মাদ্রাসা পরিচালনা কমিটির (যুক্তরাজ্য) বর্তমান চেয়ারম্যান মনির আহমেদকে চেয়ারম্যান, মোহাম্মদ তহুর আলীকে সেক্রেটারী এবং শামীম আহমেদ কে ট্রেজারার করে নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসার যুক্তরাজ্য কমিটি পুনর্গঠন করা হয়।
নতুন কমিটির আরও দায়িত্বশীলগন হলেন, সিনিয়র ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, ভাইস-চেয়ারম্যান মনির আলী সুফি, ভাইস-চেয়ারম্যান  আলমাস খান আজাদ, ভাইস-চেয়ারম্যান আব্দুল কাদির, ভাইস-চেয়ারম্যান এনামুল হক, ভাইস-চেয়ারম্যান শামসাদুর রহমান রাহিন, সিনিয়র  জয়েন্ট সেক্রেটারি এম এ আলী, জয়েন্ট সেক্রেটারি ওবায়দুর রহমান জুহেদ, জয়েন্ট সেক্রেটারি শাহ নুরুল আলম নাহিন, জয়েন্ট সেক্রেটারি ময়নুল খান, জয়েন্ট  ট্রেজারার নাসির  উদ্দিন খান, অর্গানাইজিং সেক্রেটারি আবুল কালাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি এনামুল হক চৌধুরী, সোশ্যাল এন্ড কালচারাল  সেক্রেটারি ইকবাল আহমেদ, রিলিজিয়াস সেক্রেটারি, ইলিয়াস আলী, এক্সিকিউটিভ মেম্বার হায়দার আলী, মুশাহিদ আলী, মুহাম্মদ সুরত আলী, ফারুক মিয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button