ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দর্শক দেখবে পাক-ভারত লড়াই

India Pakistanউত্তেজনার তুঙ্গে থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের একাদশতম আসর। কারণ টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচটিতেই রেকর্ড গড়বে ক্রিকেট দর্শকরা। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দর্শক দেখবে ভারত-পাকিস্তান ম্যাচ বলে জানালো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ‘গত বছর মাত্র বিশ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিলো ভারত-পাকিস্তান ম্যাচের সবগুলো টিকিট। এই বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দর্শক দেখবে ভারত-পাকিস্তান ম্যাচ।’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ম্যাচ শুরুর বেশ কিছুদিন আগ থেকে তো বটেই, এমনকি ম্যাচ শেষ হওয়ার কিছুদিন পরও এর রেশ থাকে সর্বত্র। আর এবারের বিশ্বকাপ এই দু’দলের উত্তেজনা দিয়ে শুরু হচ্ছে। কারণ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পরদিনই মুখোমুখি হচ্ছে এই দু’দল।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই শুধু কথা বলেনি আইসিসি। অন্যান্য ম্যাচের দর্শকদের উপস্থিতি নিয়ে জানিয়েছে আইসিসি, ‘আমরা ইতোমধ্যেই ৮ লক্ষ ২৫ হাজার টিকিট বিক্রি করেছি। এখন মাত্র ১ হাজারের মত টিকিট আমাদের হাতে রয়েছে। প্রায় সবগুলো ম্যাচেই দর্শক সারি ভরপুর থাকবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button