দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫

qawmiজামিল আহমদ, হামিম আরিফ: কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ হয়েছে আজ। এতে গড় পাশের হার ৮২ দশমিক ৮৫ শতাংশ। দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির পর এটিই প্রথম ফল।
মঙ্গলবার দুপুরে কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৬ বোর্ডের সম্মিলিত এ পরীক্ষার ফলাফলে দেখা গেছে,  ছেলেদের পাশের হার ৮৩.৯২ এবং বালিকাদের পাশের হার ৭৮.৯৩।
দুপুর ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কশিনের কো চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মহা পরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ।
গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান প্রদানের পর এটাই প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।
ফলাফলে দেখা গেছে এবার মুমতাজ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৮৬ জন। জায়্যিদ জিদ্দান ৩৬২৬ জন, জায়্যিদ ৫৪৮৪, মাকবুল ৫৪০৮ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ১৫৩০৪ জন।
ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট al-haiatululia.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।
মেধা তালিকায় শীর্ষে যারা:
মেধা তালিকা (পুরুষ)
ফলাফলে মেধা তালিকায় যৌথভাবে ১ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মুহাম্মদ ইয়াসীন ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর ঢাকার মো: ইলয়াস হুসাইন। দুজনের প্রাপ্ত নাম্বার ৯৩২।
২য় স্থান অধিকার করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর নারায়ণগঞ্জের সাঈদ আহমদ ও মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মুহাম্মদ আদনান। প্রাপ্ত নম্বর ৯২৭।
৩য় স্থান অধিকার করেছেন, জামিয়া ইসলামিয়া বায়তুন নূর ওয়াসারোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা’র মুহাম্মদ যাওয়াদ আহমদ। প্রাপ্ত নম্বর ৯২২।
৪র্থ স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র মুহাম্মদ ইনআমুল হাসান ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুর ঢাকা’র হানিফ আহমদ। প্রাপ্ত নম্বর ৯১৮।
৫ম স্থান অধিকার করেছেন,  মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র মুহাম্মদ ইমদাদুল্লাহ। প্রাপ্ত নম্বর ৯১৫।
৬ষ্ট স্থান অধিকার করেছেন, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র আমীনুল ইসলাম আরাফাত। প্রাপ্ত নম্বর ৯১৪।
৭ম স্থান অধিকার করেছেন, জামিউল উলুম মাদরাসা মিরপুর ১৪ ঢাকা’র কামরুল ইসলাম। প্রাপ্ত নম্বর ৯১৩।
৮ম স্থান অধিকার করেছেন, মাদরাসা  বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র আহমাদুল্লাহ। প্রাপ্ত নম্বর ৯১২।
৯ম স্থান অধিকার করেছেন, শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ফেনী’র রফিক আহমদ। প্রাপ্ত নম্বর ৯১০।
১০ ম স্থান অধিকার করেছেন, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা’র হাবিবুর রহমান খান। প্রাপ্ত নম্বর ৯০৮।
মেধা তালিকা (মহিলা)
১ম স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র মাহিরা। প্রাপ্ত নম্বর ৯২৬।
২য় স্থান অধিকার করেছেন, জামিয়া সাহবানিয়া দারুল উলুম ঢাকার জান্নাতুন নাঈম সাদিয়া। প্রাপ্ত নম্বর ৮৯৬।
৩য় স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র সানজিদা হুসাইন তামিমা ও দারুল উলুম মহিলা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকার ফাতেমা সাদিয়া। প্রাপ্ত নম্বর ৮৭৮।
৪র্থ স্থান অধিকার করেছেন, জামিয়া ইবরাহিমিয়া আমিনিয়া নারায়ণগঞ্জের মারিয়া আখতার। প্রাপ্ত নম্বর ৮৫৯।
৫ম স্থান অধিকা করেছেন, জামিয়া রাহেলা পারভিন তাহজিবুল বানাত নেত্রকোণা’র আফিফাতুন নিসা। প্রাপ্ত নম্বর ৮৫৭।
৬ষ্ট স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র ফাতেমা যয়নব আহমদ, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসা ভাটারা ঢাকার আফিফা আনজুম ও আশরাফুল উলুম উম্মে হাবিবা রা. মহিলা মাদরাসা খুলনা’র রায়হানা। প্রাপ্ত নম্বর ৮৫৫।
৭ম স্থান অধিকার করেছেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা মোমেনশাহীর উমামাতুল আহসানা। প্রাপ্ত নম্বর ৮৫০।
৮ম স্থান অধিকার করেছেন, দারুল উলুম মহিলা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকা’র সুমাইয়া। প্রাপ্ত নম্বর ৮৪৯।
৯ম স্থান অধিকার করেছেন, জামিয়া ইবরাহিমিয়া আমিনিয়া নারায়ণগঞ্জের মুবাশশিরা নাঈমা। প্রাপ্ত নম্বর ৮৪৭।
১০ম স্থান অধিকার করেছেন, জামিয়া উসমানিয়া সাতাইশ মহিলা মাদরাসা টঙ্গী গাজীপুরের ওয়ারদা জাহিন শুয়াইবা। প্রাপ্ত নম্বর ৮৪৬।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button