অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার আর নেই

Australiaঅস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া ফ্রেজার অল্প কিছুদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন। আজ ভোরে শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। বিতর্কিত পরিস্থিতি ও প্রেক্ষাপটে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। নজিরবিহীনভাবে, সাবেক প্রধানমন্ত্রী গফ হুইটল্যাম বরখাস্তের ঘটনায় তার স্থলাভিষিক্ত হয়েছিলেন বিরোধী দলের নেতা ফ্রেজার। এদিকে ক্ষমতায় আসার পর অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায় ও শরণার্থীদের অধিকার রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এ অবস্থানের কারণে পরবর্তীকালে ফ্রেজারকে নিজ দল লিবারেল পার্টির সাংঘর্ষিক প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল। তৎকালীন বিরোধী নেতা ফ্রেজারের সৃষ্ট চাপের মুখেই গভর্নর জেনারেল স্যার জন কের হুইটল্যামকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন। বর্ণবৈষম্যের ঘোরবিরোধী ছিলেন ফ্রেজার এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন। এদিকে অস্ট্রেলিয়ার শীর্ষ রাজনীতিকরা ম্যালকম ফ্রেজারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সে তালিকায় অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button