ব্রিটেনের নর্থফোকের ডিস হাইস্কুলে স্কার্ট নিষিদ্ধ

Hereford high schoolমেয়েদের স্কার্ট পরা ‘অবাস্তব’ এবং ‘অশালীন’ – এমন মন্তব্য করে যুক্তরাজ্যের নর্থফোকের ডিস হাইস্কুল কর্তৃপক্ষ এই পোশাক নিষিদ্ধ করেছে। খবর পিটিআই’র।
স্কার্ট নিষিদ্ধ করে স্কার্টের পরিবর্তে ট্রাউজার কিনতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের আর্থিক সহায়তারও প্রস্তাব দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নর্থফোকের ডিস হাইস্কুলে আগামী সেপ্টেম্বর থেকে শুধু ট্রাউজার বা পাজামাকে বাধ্যতামূলক করবে।
ইউনিফরম নিয়ে আন্দোলরত একটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্কুলটির প্রধান শিক্ষক জন হান্ট নর্থফোক ইস্টার্ন ডেইলি প্রেসকে বলেন, ‘ডিস হাইস্কুলে এরই মধ্যে মেয়েরা ট্রাউজার পরছে। এটাকে বাধ্যতামূলক করার কারণ, অনেক মেয়ে সত্যিই খাটো স্কার্ট পরছে।’
তিনি বলেন, ‘স্কার্ট এতোটাই খাটো (হেমলাইন) হয়ে যাচ্ছে যে, তা যেমন অবাস্তব এবং তেমনই অশালীন।’
তিনি আরও বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, এই সিদ্ধান্ত কিছু মা-বাবার কাছে জনপ্রিয় আবার অন্যদের কাছে হয়তো নয়। ছাত্রীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে যেসব অভিভাবক এই পরিবর্তনকে মেনে নিয়েছেন তাদের আর্থিক সহায়তা দেয়া হবে।’
ইউনিফরম ফোকাস গ্রুপের সঙ্গে গভর্নর, স্টাফ ও ছাত্রীদের বৈঠকে স্কার্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
নর্থফোক কাউন্টি কাউন্সিলের একজন মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘ইউনিফরমের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এটা একান্তই স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button