এশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা

USA in Asiaএশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। এরই অংশ হিসেবে নতুন করে এ অঞ্চলে একটি পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করছে ওয়াশিংটন।
রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ খবর দিয়েছে।
স্পুটনিক জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেনিস মোতায়েন করা হচ্ছে।
কয়েক মাস আগে জাপানের ইয়োকোসুকা বন্দরে ইউএসএস রোনাল্ড রিগ্যান জাহাজ মোতায়েন করা হয়েছে। এরপর মার্কিন সমর শক্তি আরো বাড়ানোর জন্য নতুন করে জন সি স্টেনিসকে মোতায়েন করা হচ্ছে।
গত ১৫ জানুয়ারি জাহাজটি আমেরিকার ব্রেমারটন বন্দর ছেড়ে প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জাহাজটি এ এলাকায় সাত মাসের মিশনে থাকবে।
এ সময় এটি উত্তর-পূর্ব এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। চীন সাগর ইস্যুতে ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যখন ওই অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা চলছে তখন আমেরিকা সামরিক শক্তি বাড়ানোর পদেক্ষপ নিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button