ইবনে সিনা হাসপাতাল সিলেটের ল্যাবরেটরিতে নতুন ইমিউনোলজি মেশিন স্থাপন

গত মঙ্গলবার দুপুরে ইউরোপের বিখ্যাত DiaSorin এর দণি-পূর্ব এশিয়ার এরিয়া ম্যানেজার ‘হেনরি হেটন’ ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমানের কাছে বিশ্ববিখ্যাত Fully Automated Immunochemistry LIASON Machine স্থাপন শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা: মোদাব্বির হোসেন, পরিচালক আব্দুল কাদির খান, ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস কর্নেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) মোহাম্মদ আশরাফুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পারচেজ) আল আমিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোবারক হোসেন, ল্যাব ইনচার্জ মো: আবু সালেক, জেনেটিক ট্রেডিং কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার শেখর রঞ্জন নাগ ও ব্র্যাঞ্চ ম্যানেজার আব্দুল মোমেন প্রমুখ। হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন Immunochemistry Machine স্থাপন করায় তাদের ধন্যবাদ জানান এবং এ ল্যাবরেটরিকে বাংলাদেশের মধ্যে একটি বৃহৎ ও অত্যাধুনিক মানের ল্যাবরেটরিতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। ‘হেনরি হেটন’ বলেন, আশা করি এই মেশিন স্থাপনের মাধ্যমে ইবনে সিনা হাসপাতাল সিলেট নির্ভুল পরীা-নিরীা ও দ্রুত রিপোর্ট ডেলিভারিতে আরো একধাপ অগ্রণী ভূমিকা রাখতে সম হবে। তিনি আরো বলেন, এই মেশিনের রিপোর্টের গুণগতমান অপোকৃত ভালো এবং বিশ্বমানের। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ল্যাবরেটরিতে এই মেশিন ব্যবহৃত হচ্ছে। তা ছাড়া বিভিন্ন ধরনের দুর্লভ পরীা-নিরীাসহ প্রতি ঘণ্টায় প্রায় দুই শতাধিক পরীা-নিরীা এই মেশিনের মাধ্যমে করা সম্ভব হওয়ায় অতি দ্রুত জনপ্রিয়তা ও বিশ্বস্থতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের আস্থা অর্জন করতে সম হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button