বিড়ালকে মাইক্রোওয়েভ ওভেনে রাখায় ব্রিটিশ নারীর জেল

Laura Cunliffeবিড়াল পোষা গোল্ডফিশকে আক্রমণ করেছে, তাই শাস্তি হিসেবে এক ব্রিটিশ নারী প্রাণীটিকে মাইক্রোওয়েভ ওভেনে রেখেছিলেন। এটাকে ‘জঘন্য নির্মম কাজ’ হিসেবে অভিহিত করে ব্রিটিশ আদালত ওই নারীকে ১৪ সপ্তাহর কারাদণ্ড দিয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, লরা কানকিফ (২৩) মেঝেতে তার পোষা গোল্ডফিশের কিছু অংশ দেখতে পেয়ে তার সাদা-কালো মুগলি বিড়ালটিকে সাজা দিতে পাঁচ মিনিট মাইক্রোওয়েনে আটকিয়ে রাখার মনস্ত করেন। তবে এক মিনিট পরেই বিড়ালটিকে বের করেন। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, বিড়ালটি মারা গেছে।
বার্নসলে ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক জন ফস্টার বলেন, এ ধরনের কাজ যাতে আর কেউ না করে, সেজন্য ওই নারীকে জেল দিয়েছেন।
বিচারক তাকে সারা জীবনের জন্য আর কোনো প্রাণী পোষার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন। আর পাঁচ বছরের আগে এই আদেশের বিরুদ্ধে আপিলও করা যাবে না।
কানকিফের আইনজীবী জানান, তার মক্কেল দীর্ঘদিন ধরে মানসিক জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button