নতুন পতাকা নির্বাচন করেছে নিউজিল্যান্ড

New Zealandপুরনো পতাকা পরিবর্তন করে নতুন জাতীয় পতাকা নির্বাচন করছে নিউজিল্যান্ড। দেশটি জানিয়েছে, গণভোটে কালো, সাদা ও নীল রঙের জমিনে রূপালি রঙের ফার্ন পাতা সম্বলিত একটি নতুন পতাকার পক্ষে ভোট দিয়েছে জনগণ।
এই পতাকা চূড়ান্ত করার আগে আগামী মার্চে আরেকটি গণভোট অনুষ্ঠিত হবে। তখনই ঠিক করা হবে এই নতুন পতাকাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে নাকি পুরনো পতাকা বহাল থাকবে।
লাল ও নীল রঙ সম্বলিত অনুরূপ ডিজাইনের পতাকাটি গণভোটে দ্বিতীয় হয়েছে। দুটি পতাকাই কাইল লকউড নামের একজন স্থপতি নকশা করেছেন। নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ১৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যা মোট ভোটারের ৪৯ শতাংশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button