ক্ষতিগ্রস্ত মসজিদে নিজের সঞ্চয় দিল ৭ বছরের খৃস্টান বালক

Mosqueবয়স মাত্র সাত বছর। এইটুকুন বয়সে কতইবা সঞ্চয় হবে স্কুল বালক জ্যাকের। তবু সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদের জন্য নিজের সব সঞ্চয় দিয়েছে সে। জ্যাকের এই সহায়তা এক অনন্য নজির স্থাপন করেছে। ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ সহায়তা স্থানীয় মুসলমানদের আশাবাদী করে তুলেছে। ধর্মের নামে বিভক্ত হতে চলা পৃথিবীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আসল কথা।
গত সপ্তাহে প্যারিসে নারকীয় নৃশংসতার পর পুরো ইউরোপ ও আমেরিকা জুড়ে মুসলমানদের সন্ত্রাসী বানিয়ে চলছে ইসলামবিরোধীরা। ধরপাকড়ের পাশাপাশি চলছে মুসলমান ও তাদের স্থাপনায় হামলা-ভাঙচুর। এরকমই একটি ভাঙচুরের শিকার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ট্রাভিস কাউন্টির ফ্লোজারবাইলের এই মসজিদটি। ভাঙচুরের ঘটনা শুনে স্কুলবালক জ্যাক সোয়ানসন তার পিগি ব্যাংকে (মাটির ব্যাংক) জমানো ২০ ডলার তুলে দিয়েছে মসজিদ বোর্ডের কাছে। মসজিদে হামলার ঘটনাটি শুনে জ্যাক প্রথমে তার মায়ের সঙ্গে আলোচনা করে। এরপর সে সিদ্ধান্ত নেয় তার পিগি ব্যাংকে জমানো ২০ ডলার মসজিদটির জন্য দান করবে।  জ্যাকের মা লরা জানান, তারা দুজনেই ভাঙচুরের এ ঘটনাকে একটি ন্যক্কারজনক ঘটনা হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমরা দুজন গির্জা সম্পর্কেও আলোচনা করেছি। গির্জা কিসের জন্য এবং এটি কিভাবে প্রত্যেক খ্রিস্টানের জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়েও আলোচনা করেছি। আমরা সে বোধ থেকেই এ ঘটনার নিন্দা জানিয়েছি।’
মসজিদ বোর্ডের সদস্য ফয়সাল নাঈম জানান, বালকটির এই দান তার মনে আশা জাগিয়েছে। তিনি বলেন, ‘এটি ২০ ডলার, কিন্তু জ্যাকের পেনি পেনি করে জমানো সংগ্রহ থেকে পাওয়া এই দান আমার ও মুসলিম সম্প্রদায়ের নিকট ২০ মিলিয়ন ডলারের সমতুল্য। এটি আমাকে আশা দিয়েছে। এটি প্রমাণ করছে আমরা একা নই, অন্যরাও আমাদের সঙ্গে আছে।’
জ্যাকের এই উদারতা সামাজিক মাধ্যমগুলোতে বেশ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button