২৫ হাজার সিরীয় শরণার্থী নেবে কানাডা

Justine২৫ হাজার সিরীয় শরণার্থীকে কানাডায় আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেউ। গত রোববার তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া জি-২০ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনের বি-২০ ও এল-২০ বৈঠকে ‘উন্নতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে আরো উন্নত কাঠামো’ শীর্ষক অংশে বক্তব্য রাখেন ট্রুডেউ। এ সময় ‘শরণার্থী গোষ্ঠী কানাডার উন্নয়নের অংশীদার হতে পারে এমন রাজনৈতিক বিশ্বাস’-এর ওপর গুরুত্ব দেন কানাডা প্রধানমন্ত্রী। এ জন্যই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণের মানুষদের কথা শুনতে ও তাদের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় কানাডার উদ্যোগে ২০১৬ সালের ১ জানুয়ারির আগেই অন্তত ২৫ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেন ট্রুডেউ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button