রাগবি বিশ্বকাপ শিরোপা ধরে রাখলো নিউজিল্যান্ড

Rugby Worldcupদাপুটে নৈপুণ্য শেষে এবারের রাগবি বিশ্বকাপ শিরোপা ধরে রাখলো নিউজিল্যান্ড। ফাইনালে তারা পরিষ্কার ৩৪-১৭ ব্যবধানে জয় পেলো চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর নতুন ইতিহাস রচিত হলো রাগবিতে। বিশ্বকাপে টানা দুবার শিরোপা জয়ের এটাই প্রথম নজির। রাগবি বিশ্বকাপে নিউজিল্যান্ডের এটি তৃতীয় শিরোপা। তিনবার বিশ্বকাপ শিরোপা জয়ের গৌরব ছিল না আগে কারও। পয়েন্ট নিরিখেও এবারের বিশ্বকাপের ফাইনালে রচিত হলো নতুন রেকর্ড। দর্শকরা এবারের ফাইনালে উপভোগ করেন দুদলের ৫১ পয়েন্টের খেলা। আগের রেকর্ডটি ১৯৯৯-এর রাগবি বিশ্বকাপ ফাইনালের। সেবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩৫-১২ ব্যবধানে জয় কুড়ায় অস্ট্রেলিয়া। আর সবচেয়ে কম পয়েন্টের ফাইনাল দেখা গিয়েছিল আগের বিশ্বকাপে। ২০১১-এর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৮-৭ ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। শনিবার ফাইনালে ম্যাচের শুরু ও শেষে চমক দেখায় অলব্ল্যাকরা। প্রথমার্ধে ২১-৩ ব্যবধান নিয়ে বিরতিতে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন দেখায় অজিরা। এতে ম্যাচের ১৫ মিনিট বাকি রেখে দুদলের ব্যবধান নেমে আসে ২১-১৭তে। তবে শেষ ১০ মিনিটে ফের ঝলক দেখান অলব্ল্যাক তারকারা। একটানা তারা আদায় করেন ১৩ পয়েন্ট। এর পাঁচ পয়েন্ট আদায় করেন তারা ম্যাচের একবারে শেষ মিনিটে।
বিশ্বকাপ রোল অব অনার
আসর     আয়োজক     ফাইনাল
১৯৬৭     অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড     নিউজিল্যান্ড ২৯-৯ ফ্রান্স
১৯৯১     ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড     অস্ট্রেলিয়া ১২-৬ ইংল্যান্ড
১৯৯৫     দক্ষিণ আফ্রিকা     দ.আফ্রিকা ১৫-১২ নিউজিল্যান্ড
১৯৯৯     ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড     অস্ট্রেলিয়া ৩৫-১২ ফ্রান্স
২০০৩     অস্ট্রেলিয়া     ইংল্যান্ড ২০-১৭ অস্ট্রেলিয়া
২০০৭     ফ্রান্স     দ.আফ্রিকা ১৫-৬ ইংল্যান্ড
২০১১     নিউজিল্যান্ড     নিউজিল্যান্ড ৮-৭ ফ্রান্স
২০১৫     ইংল্যান্ড     নিউজিল্যান্ড ৩৪-১৭ অস্ট্রেলিয়া

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button