মুসলিম ক্রেতাদের মনোযোগ কাড়তে টেসকোর কৌশল
ব্রিটেনের সেইন্সবারি, টেসকো, আজদাসহ বিভিন্ন সুপারস্টোরগুলোতে এখন হালাল পণ্যে ভরপুর। মুসলিম ক্রেতাদের মনোযোগ কাড়তে রামাদান মাসেও এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় সুপারস্টোরগুলোতে। এর অংশ হিসাবে লন্ডনে টেসকোর একটি ব্র্যাঞ্চে রামাদান মোবারাক লিখে একটি স্ট্যান্ডে ব্যাকন ফ্লেভার (স্মোকি ব্যাকন) প্রিঙ্গলস ক্রিস্প রাখা হয়েছে। ব্যাকন অর্থাৎ শুকরের মাংস মুসলিমদের জন্য খাওয়া হারাম। ইস্ট লন্ডনের বাঙালী পাড়া বৃকলেনের অদুরে লন্ডনের লিভারপুল স্ট্রীট টিউব স্টেশনের বাইরে টেসকো ব্র্যাঞ্চে একটি স্ট্যান্ডে রামাদান মোবারক লেখা স্মোকি ব্যাকন প্রিঙ্গলস দেখে কয়েকজন পথচারি টুইটারে বিভিন্ন মন্তব্য লিখে তা টেসকোকে অবহিত করেছেন।
টেসকোর একজন মূখপাত্র বলেছেন, রামাদান মাসে ক্রেতাদের কাছে টেসকোর বিভিন্ন স্বাদের পণ্য পরিচয় করিয়ে দেয়া হয়। তারই অংশ হিসাবে ব্যাকন ফ্লেভার প্রিঙ্গলস এখানে রাখা হয়েছে। মুসলিম ক্রেতাদের কাছে এ পণ্যটি সুবিধাজনক নয় বলে বুঝতে পারার পর তা সরিয়ে নেয়া হয়েছে।