লুফথানসার পাইলটদের ফের কর্মবিরতি

চাকরি থেকে অবসর গ্রহণ জনিত সুযোগ-সুবিধা নিয়ে বিরোধের জেরে জার্মানির লুফথানসা এয়ারলাইন্সের মালবাহী বিমানের পাইলটরা গত সোমবার নতুন করে কর্মবিরতির ডাক দিয়েছেন। গত আগস্ট থেকে এবার তারা পঞ্চমবারের মতো ধর্মঘটের ডাক দিলেন।
লুফথানসা কার্গো পাইলটরা গ্রিনিচ মান সময় বুধবার বেলা ১টা থেকে বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।
উল্লেখ্য, পাইলটদের সাম্প্রতিক কর্মবিরতির কারণে যাত্রীবাহী ফ্লাইটগুলোর চলাচল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটে ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।
পাইলটদের ইউনিয়ন ককপিট-এর এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মান বিমানবন্দরগুলো থেকে ছেড়ে যাওয়ার কোনো ফ্ল¬াইট পরিচালনা করা হবে না।
বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ একতরফাভাবে কর্মীদের অবসর পরিকল্পনা সংস্কার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। ফলে তাদের ধর্মঘট ছাড়া বিকল্প নেই । অন্যদিকে কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, বিরোধপূর্ণ বিষয়াবলী নিয়ে ককপিট-এর সাথে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তারা আলোচনায় প্রস্তুত।
এই পরিপ্রেক্ষিতে নতুন করে কর্মবিরতির ডাক দেয়া কোন দায়িত্বশীল আচরণ নয় বলেও বিবৃতিতে বলা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button