ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জার্মানির অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার।
সোমবার সকাল ৮টার দিকে তাদের বহনকারী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমাববন্দরে তাদের স্বাগত জানান।
চলতি সফরকালে দুই পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফ্রান্স ও জার্মানির ‘যৌথ দূতাবাস’ উদ্বোধন করবেন।
এছাড়া বাংলাদেশে অবস্থানকালে তাদের জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক্রিয়ার শিকার উপকূলীয় অঞ্চলের কৃষকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো সময় দুই বিদেশি অতিথির সঙ্গে থাকবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button