চলছে জাপানি শিক্ষার্থীদের ‘ক্লিন আপ ঢাকা’

JapanStusentরাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন করতে জাপানের শিক্ষার্থীরা এখন ঢাকায়। ‘ক্লিন আপ ঢাকা’ নামের এই প্রকল্পের আওতায় তারা ঢাকা শহরকে পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের কার্যক্রম সাড়া ফেলেছে। স্বেচ্ছাসেবক হিসেবে আসা জাপানের শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন এলাকাতে গিয়ে নিজের হাতে পরিষ্কার করছেন আবর্জনা। তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবিগুলো ফেসবুক ব্যবহারকারীদের টনক নড়িয়ে দিয়েছে। অনেকেই সাধুবাদ জানাচ্ছেন, আবার অনেকে তাদের সাথে কাজ করতেও আগ্রহ পোষণ করছেন। ব্যতিক্রমধর্মী অথচ আবশ্যকীয় এই কাজটি করতে গিয়ে তাই প্রকল্পটি জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। ক্লিন আপ ঢাকা’র ফেসবুকে পেজে লেখা হয়েছে, ‘আজকের পরিচ্ছন্নতা অভিযানের সকল কাজ শেষে এখনই ফিরলাম আমরা। কিন্তু ঢাকা শহরের মানুষদের সমর্থন সত্যিই বিস্ময়কর এবং আমাদেরকে এটি অনুপ্রাণিত করছে। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমরা অনেকের বার্তা পেয়েছি, কিন্তু এগুলো দেখতে একটু সময় লাগবে। সুতরাং একটু ধৈর্য ধরে থাকবেন আশা করি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button