সাগরে অভিবাসী মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

Migrantচলতি বছরে সাগরপথে পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে জলে ডুবে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার এ তথ্য দিয়েছে। সেই সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইওএমের মুখপাত্র ইতাইয়ি ভিরি বলেছেন, ‘দুর্ভাগ্যজনক এই যে, এরই মধ্যে দুই হাজারের বেশি অভিবাসী ও শরণার্থী মারা গেছেন।’
কেন্দ্রীয় ভূমধ্যসাগর পথে শুধু লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মারা গেছেন অন্তত ১৯৩০ জন। আইওএম বলেছে, ‘সুখী জীবনের সন্ধানে এটাই হলো সবচেয়ে প্রাণনাশী পথ।’ গ্রিস যাওয়ার পথে মারা গেছে ৬০ জন।
আইওএম জানিয়েছে, এই বছর সাগর থেকে প্রায় এক লাখ ৮৮ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহেই সংখ্যাটা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
উদ্ধারকৃতদের মধ্যে ৯৭ হাজার জন আশ্রয় নিয়েছে ইতালিতে। ৯০ হাজার ৫০০ জন আশ্রয় নিয়েছে গ্রিসে।
প্রসঙ্গত, গত বছর এই একই সময়ে সাগরে অভিবাসী মৃতের সংখ্যা ছিল এক হাজার ৬০৭। ২০১৪ সালে মোট তিন হাজার ২৭৯ জনের প্রাণহানি হয়েছিল সাগরে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button