ফরাসি হস্তক্ষেপের প্রতি ব্রিটেনের সমর্থন

Ministry Of Defenceমধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামরিক হস্তক্ষেপের ফরাসি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সেনাবাহিনী ঘোষণা করেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফরাসি সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সহযোগিতার ধরন নিয়ে প্যারিসের সঙ্গে লন্ডেনের আলোচনা চলছে।
ব্রিটেন এ ক্ষেত্রে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে পারে। তবে ব্রিটেন সেনাবাহিনী পাঠাবে না বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। ব্রিটিশ মন্ত্রিসভার এক মুখপাত্র বলেছেন, তারা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সি-১৭ বিমান পাঠাবে।
সম্প্রতি ফরাসি প্রতিরক্ষামন্ত্রী নিকোলাস তিয়াঙ্গায়ে জানিয়েছেন, আগামী ছয় মাসে তারা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আরো ৮০০ সেনা মোতায়েন করবে।
গত মার্চে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সেলেকা বিদ্রোহীরা দেশটির ক্ষমতা দখল করে নিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটি দেশটির রাজধানী বাঙ্গুই ও প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ  নেয়ার আগেই দেশ থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজে।
সেলেকা বিদ্রোহীরা যাকে প্রেসিডেন্ট হিসেবে বসিয়েছেন, তিনিই পরবর্তীতে বিদ্রোহী গোষ্ঠীটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন। বিদ্রোহীদের একাংশ সেনাবাহিনীতে যোগ দিলেও অনেকেই প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিলুপ্ত ঘোষণার পরও এ গোষ্ঠীটি সেদেশে ব্যপক সহিংসতা চালাচ্ছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button