ওসমানী হাসপাতালে ৬ সন্তান প্রসব করলেন এক মা

2015-07-14-14-05-48-419250978একটি, দুইটি বা তিনটি সন্তান একসাথে জন্ম নেয়ার খবর প্রায়ই শোনা যায়। কিন্তু একসাথে ৬টি সন্তান প্রসব- এমন ঘটনা বিরল। এবার বিরল এই ঘটনাটি ঘটেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকাল ১০টায় হোছনা বেগম নামের এক মা সিজার ছাড়াই ৬টি সন্তানের জন্ম দেন। ৬ নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হোছনা বেগম (২৬) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেলিভারির জন্য হাছনা বেগম মঙ্গলবার সকাল ৬টায় ওসমানী হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার নরমাল ডেলিভারি হয়। একে একে তিনি ৬টি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে ৪টি মেয়ে ও ২টি ছেলে। হোছনা বেগমের ৩ বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে।

হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুস সালাম জানান, মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন। তবে, শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম উল্লেখ করে তিনি বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ওজন ৭০০ গ্রামের চেয়ে কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button