রামাদ্বান শুরু বৃহস্পতিবার থেকে

Ramadanসউদী আরবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ, শাবান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে বৃহস্পতিবার থেকে সউদীতে পবিত্র রামাদ্বান মাস শুরু হবে। আর সউদী আরবের সাথে মিল রেখে ব্রিটেনের মুসলমানগন বরাবর রোযা রেখে আসছেন। সেই হিসেবে বৃহস্পতিবার থেকেই রোযা শুরু হচ্ছে।
কাতার ভিত্তিক দোহানিউজ এই সংবাদেও এই খবর এসেছে। কাতারের আওকাফ এন্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রনালয়ের বরাতে খবরে বলা হয়েছে, হিজরী ১৪৩৬ সালের রমজান মাস বৃহস্পতিবার শুরু হচ্ছে। কাতার এবং সউদী আরবের কোথাও মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার সন্ধ্যায় প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। রমজানে সউদীতে সরকারি কর্মচারিদের কর্মঘন্টা কমিয়ে ৫ এবং বেসরকারি কর্মচারিদের জন্য ৬ ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এবার ব্রিটেনের মুসলমানদের লম্বা রোযা রাখতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button