ফ্রান্সে ৩০ লাখ শিশু দারিদ্র্যসীমার নীচে বসবাস করছে

Poorফ্রান্সে কমপক্ষে ৩০ লাখ শিশু দারিদ্র্যসীমার নীচে বসবাস করছে বলে জাতিসংঘ জানিয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ফ্রান্সের প্রায় ৩০,০০০ শিশু গৃহহীন, ৯,০০০ বস্তিতে বসবাস করে এবং প্রতি বছর ১,৪০,০০০ শিশু স্কুল থেকে ঝরে পড়ে।
ইউনিসেফের প্রেসিডেন্ট মিশেল বারযাখ বলেছেন, আমাদের এ প্রতিবেদন ফরাসী কর্তৃপক্ষের জন্য একটি সতর্কবার্তা। এ প্রতিবেদন প্রমাণ করছে, প্রতিটি শিশুর জীবনমান উন্নয়নের জন্য সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বারযাখ আরো বলেন, ফ্রান্সের সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে শিশুরা। তাদের ভবিষ্যৎ এবং ফরাসী সমাজের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
ইউনিসেফ একইসঙ্গে ফ্রান্সে বসবাসরত হাজার হাজার অভিবাসী শিশু মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছে। এ অবস্থাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে জাতিসংঘ বলেছে, এসব শিশুকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এসব শিশু নানা ধরনের নির্যাতন ও বৈষম্যের শিকার বলে ইউনিসেফ জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button