রাশিয়া ও কাতার বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে

Fifaঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমানিত হলে রাশিয়া ও কাতার বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে পারে। ফিফার উচ্চপদস্থ কর্মকর্তা ডোমেনিকো স্কালা এ আভাস দিয়েছেন। ২০১৮ সালে রাশিয়ায় আর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ অনুষ্ঠানের কথা। এই দুটি দেশ বরাবরই অভিযোগ অস্বীকার করে বলে আসছে যে, তাদের আয়োজক হওয়ার প্রক্রিয়ায় কোন অনিয়ম করা হয়নি। অবশ্য স্কালাও বলেছেন যে, তিনি এখনও সাক্ষ্য প্রমাণ দেখেননি।
ফিফার অডিট কমিটির প্রধান স্কালা বলেন, যদি দেখা যায় যে, কাতার ও রাশিয়ার বিশ্বকাপ আয়োজক হওয়ার নির্বাচনে ভোট কেনা বেচা হযেছে তবে তাদের অধিকার বাতিল করা হতে পারে। সুইস এক পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের হাতে সুনির্দিষ্ট প্রমাণ আসেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এফবিআই ফিফার লেনদেনে অস্বচ্ছতার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে তদন্ত করছে। গত ২৪ বছরে ১৫০ মিলিয়ন ডরারের বেশি ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সুইস সরকারও আলাদা তদন্ত শুরু করেছে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রক্রিয়া নিয়ে। এ সব অভিযোগের প্রেক্ষিতে ১৯৯৮ সাল থেকে দায়িত্বে থাকা ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ফের নির্বাচিত হওয়ার পরও পদত্যাগ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button