আবার নেপালে তিন দফায় ভূমিকম্প

Earth২৫ এপ্রিলের তীব্র ভূমিকম্পের ঠিক একমাস পর রবিবার আবারো তিন দফার ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমান্ডু ও তার পার্শ্ববর্তী এলাকা।  অবশ্য কম্পনের তীব্রতা ছিল সামান্যই।  তবে গত এক মাসে ভূকম্পন নেপালবাসীর কাছে ভূমিকম্প মানেই ত্রাস।
রোববার সকাল ৭টা ৬ মিনিটে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.২।  এর উত্‍‌সস্থল ছিল দোলাখা অঞ্চল।  দ্বিতীয় ভূমিকম্পটি হয় সকাল ১০টা ৩৮ মিনিটে।  এবারের তীব্রতা ছিল ৪.৪।
এই কম্পনের উত্‍‌সস্থলও ছিল দোলাখাই। এরপর পৌনে ১২টা নাগাদ তৃতীয় কম্পনটি অনুভূত হয়।  ৪.২ তীব্রতার এই ভূমিকম্পের উত্‍‌সস্থল সিন্ধুপালচক। যদিও তিন দফার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়নি।  তবে আবার কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষের মধ্যে।
২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে গত এক মাসে ২৬০ বার ভূকম্পনে কেঁপে উঠে নেপাল।  ২৫ এপ্রিলের ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৯ এবং ১২ মে’র ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩।  এ দুইবারের কম্পনে নেপালে মৃত্যু হয়েছে প্রায় ৯,০০০ মানুষের।  আহত হয়েছেন ২১,৮৪৫জন।  ধূলিস্যাত্‍‌ হয়ে গেছে হাজার হাজার বহুতল ভবন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button